ঢাকাশনিবার , ১১ মে ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

ইউএস প্রবাসী ইকবাল ফাউন্ডেশনের উদ্যােগে সাবমারসিবল স্থাপন

আজকের ডাক - সম্পাদক ও প্রকাশক
মে ১১, ২০২৪ ৮:৩৮ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

পাবনা প্রতিনিধি:
দীর্ঘদিনের বিশুদ্ধ পানির সংকট নিরসনে মসজিদের মুসুল্লি ও এলাকাবাসীর জন্য  সাবমারসিবল পাম্প স্থাপন করেছে ইকবাল ফাউন্ডেশন। শুক্রবার (১০ মে) সকালে হেমায়েতপুর ইউনিয়নের নতুন পাড়া জামে মসজিদে এই সাবমারসিবল পাম্প স্থাপন করা হয়। 

হেমায়েতপুর নতুন পাড়া এলাকার মো.ওমর আলী জানান, বহুদিন ধরে মসজিদটিতে মুসুল্লিরা ওজুর পানির জন্য কষ্ট করে আসছে, ইকবাল ফাউন্ডেশন পানির পাম্প স্থাপন করায় এলাকায় এখন পানির সংকট অনেকটাই দূর হবে।

এসময় ইকবাল ফাউন্ডেশনের প্রতিনিধি প্রদীপ কুমার জোয়াদ্দার বলেন, আমেরিকা প্রবাসী ইকবাল হোসেন দ্বারা পরিচালিত ইকবাল ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে অসহায় দুঃস্থ গরীবদের সহযোগিতায় কাজ করে আসছে। তিনি বলেন, নতুন পাড়া জামে মসজিদ এই এলাকার একটি পুরাতন মসজিদ, মসজিদটিতে মুসুল্লিদের ওজু ও খাবার পানির সংকট দীর্ঘদিনের তাই এলাকাবাসীর এই সংকট নিরসনে ইকবাল ফাউন্ডেশনের সহযোগিতায় পানির পাম্প স্থাপন করা হয়। 

এবিষয়ে মো. সামসুর রহমান স্বপন বলেন, সংগঠনটি মানবতার সেবায় নিয়োজিত। সংগঠনটি প্রতিষ্ঠাতা ইউএস প্রবাসী ইকবাল হোসেন তার নিজ অর্থায়নে গরীব দুঃখী অসহায় মানুষের সহযোগিতায় কাজ করে যাচ্ছে, আমরা তার দীর্ঘাআয়ু কামনা করি যেন সে জীবনের শেষ সময় পর্যন্ত অসহায় মানুষের জন্য কাজ করে যেতে পারে।

ইকবাল ফাউন্ডেশনের আরেক প্রতিনিধি মারুফ হাসান বলেন, ফাউন্ডেশনের উদ্যোগে আমরা দীর্ঘদিন ধরে  বিনামূল্যে এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে সহযোগিতা করে আসছি। সামনে এই কার্যক্রমকে আরও বৃদ্ধি করতে চান বলে তিনি জানান।

এসময় উপস্থিত ছিলেন, এলাকার সাবেক কমিশনার ওবায়দুর রহমান, আততোব আলী, ইব্রাহিম প্রামাণিক, ইকরাম প্রা: হাবিবুল্লাহ প্রামাণিক সহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ। 


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!